প্রবাস ডেস্ক: স্বপ্নের ইউরোপে যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে কিরগিজস্তানে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুবক সুরঞ্জিত চন্দ্র দাস। এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে অবশেষে দেশে ফিরেছেন তিনি।
কিরগিজস্তানের স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কিরগিজস্তানের রাজধানী বিসকেকের মানাস বিমানবন্দর থেকে সুরঞ্জিত এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে এসে পৌঁছেন দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায়। সকাল ৮টায় ওই বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন সুরঞ্জিত।
এর আগে গত ৬ এপ্রিল ‘ইউরোপে যাওয়ার স্বপ্ন কিরগিজস্তানে শেষ, দালালের খপ্পরে নিঃস্ব ফেঞ্চুগঞ্জের যুবক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তখন সুরঞ্জিতের কাছে বাংলাদেশী পাসপোর্ট ছিল না। কিরগিজস্তানে থাকা এক পাকিস্তানী দালালের কাছে ছিল পাসপোর্ট।
সংবাদ প্রকাশের পর পাকিস্তানী ওই দালাল সুরঞ্জিতকে পাসপোর্ট ফিরিয়ে দেয়। এরপর দেশে থাকা পরিবারের লোকজনের কাছ থেকে ধারদেনা করে বিমানের টিকেট করে দেশে আসেন সুরঞ্জিত।
ভুক্তভোগী ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের সুরঞ্জিত চন্দ্র দাস বলেন, ইউরোপের পোল্যান্ড নেওয়ার কথা বলে দালাল আমার কাছ থেকে ছয় লাখ টাকা নেয়। কিরগিজস্তানে নেয়ার পর দালাল রুহেল আহমদ ইউক্রেনের ভিসা লাগাবে বলে সে দুবাই চলে আসে। তারপর থেকে সে লাপাত্তা হয়ে যায়। আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। সব মিলিয়ে কিরগিজস্তানে দুর্বিষহ জীবন কাটিয়েছি। এক পর্যায়ে বাধ্য হয়ে নিঃস্ব হাতে দেশে ফিরে আসতে হয়েছে।