প্রবাস ডেস্ক: রেমিট্যান্সে প্রতি ডলারের মূল্য ১১৪ টাকা দেওয়ার দাবি জানিয়েছেন কুয়েত একচেঞ্জ কর্মকর্তারা। আব্বাসীয়া মোজাম্মারে একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
সভায় বক্তারা হুন্ডিতে লেনদেনের বিষয়ে সতর্কতা করেন। একই সঙ্গে প্রবাসীদের ডলারের মূল্য ১১৪ টাকা নির্ধারণ করে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের সুযোগ দেওয়ার দাবি তুলে ধরেন।
কুয়েতের ‘একচেঞ্জ কর্মকর্তা সংস্থা’ এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আ ক ম আজাদ, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল আলম সুমন।
বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আমির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এস আর তারেক, অর্থ সম্পাদক আব্দুস সালাম মুন্সি, জ্যেষ্ঠ সদস্য সালাউদ্দিন, জহিরুল ইসলাম, আব্দুস সালাম, আরিফুল ইসলাম আরিফ, মো. আরিফ হোসেন, আব্দুল কাদের, জিয়াউর রহমান, মো. রাসেদ প্রমুখ।
সভাপতি আ ক ম আজাদ বলেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ডলার মূল্য কম হওয়াতে হুন্ডিতে লেনদেনের দিকে ঝুঁকছে প্রবাসীরা। প্রবাসীরা মানি একচেঞ্জগুলোতে টাকা পাঠাতে এসে টাকার রেইট জিজ্ঞেস করে চলে যান। ব্যাংকের তুলনায় হুন্ডিতে রেইট বেশি দেওয়ায় কমে যাচ্ছে বৈধ পথে পাঠানো রেমিট্যান্স।