আন্তর্জাতিক ডেস্ক: ১৮ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। সেইসঙ্গে এর সম্পদের আকার বাড়িয়ে ৪ ট্রিলিয়ন সৌদি রিয়ালে বা ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘সৌদি ভিশন ২০৩০’-এর সাত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিআইএফের গভর্নর ইয়াসির আল রুমাইয়ান বলেন, ‘এখন পর্যন্ত পিআইএফ পাঁচ লাখের বেশি কর্মসংস্থান করেছে। এ সংখ্যা বাড়িয়ে ১৮ লাখে উন্নীত করা পিআইএফের উদ্দেশ্য।’
আল রুমাইয়ান জানান, বর্তমানে পিআইএফের ব্যবস্থাপনাধীন মোট সম্পদের পরিমাণ ২ লাখ কোটি রিয়ালের বেশি। ২০২৫ সালের মধ্যে এ পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে পিআইএফ।
পিআইএফ হলো সৌদি আরবের সার্বভৌম ফান্ড। আরব অঞ্চলের সর্ববৃহৎ অর্থনীতি সৌদি আরব। তার প্রবৃদ্ধির জন্য ক্রমাগত বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে পিআইএফ।