আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের কাছে একটি শপিংমলে অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের গুলিতে এক আক্রমণকারী নিহত হয়েছে।
অন্তত ৯ জন ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডালাস অঞ্চলের চিকিৎসকরা জানিয়েছেন, তারা ভুক্তভোগীদের চিকিৎসা প্রদান করছেন যার মধ্যে ৫ বছরের এক শিশুও রয়েছে।
সূত্র জানিয়েছে, পুলিশ দ্বিতীয় আক্রমণকারীর অনুসন্ধান করছিল। কিন্তু পরে তারা নিশ্চিত হয়েছেন, হামলাকারী একাই ছিল।
ঘটনাস্থলের একটি ভিডিওতে শত শত ক্রেতাকে দুই হাত উঁচু করে শপিংমল ত্যাগ করতে দেখা গেছে। এরিয়াল ফুটেজে শিটে আবৃত অন্তত তিনটি মরদেহ দেখা গেছে।
অ্যালেন অঞ্চলের পুলিশ প্রধান জোনাথন বয়ড জানিয়েছেন, ৯ জন ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি প্রকৃত আহত কিংবা নিহতের তথ্য জানাননি। পুলিশ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাতে চেয়েছে।