মালয়েশিয়া ডেস্ক: মালয়েশিয়ার একটি কারখানায় ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়ে সুরুজ আলী (২১) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মে) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে শাহ আলম এলাকার কেমুনিং রোডের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অপারেশনস সেন্টারের প্রধান জুলফিকার জাফর জানান, শনিবার সকাল ৭টার দিকে তাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শাহ আলম ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ১০ কর্মকর্তা।
তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই বাংলাদেশি শ্রমিক কাজ করার সময় একটি ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়েন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) একটি মেডিক্যাল টিম তাকে মৃত ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরুজ আলী ওই মেশিনে কাজ করা অবস্থায় হঠাৎ চিৎকার দেন। শুনতে পেয়ে উদ্ধার করার আগেই তার শরীরের অর্ধেক অংশ মেশিনের ভেতর চলে যায়। এরপর দ্রুত মেশিনটি বন্ধ করে সুরুজ আলীকে উদ্ধার করলেও, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুলফিকার জাফর জানান, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সুরুজ আলীর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।