Dhaka , Friday, 29 March 2024

প্যারিসে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • Robiul Islam
  • আপডেট টাইম : 09:55:42 am, Sunday, 7 May 2023
  • 41 বার

প্রবাস ডেস্ক: আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে প্যারিসে বাংলাদেশের ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় প্যারিসের ১৬-সিটি কাউন্সিলের একটি অভিজাত হলরুমে আয়োজিত এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেন।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, সামরিক সচিব বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
ফ্রান্স ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সংগীতের মাধ্যমে দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। এরপর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং ফরাসী প্রশাসনের ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এশিয়া-ওশানিয়া অঞ্চলের পরিচালক বেনোয়া গিদি তাদের বক্তব্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তার বক্তব্যে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।

তিনি তার বক্তব্যে জাতির পিতার আদর্শের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশীয় ঐতিহ্যবাহী খাবারে নৈশভোজ ও নানা মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

প্যারিসে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট টাইম : 09:55:42 am, Sunday, 7 May 2023

প্রবাস ডেস্ক: আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে প্যারিসে বাংলাদেশের ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় প্যারিসের ১৬-সিটি কাউন্সিলের একটি অভিজাত হলরুমে আয়োজিত এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেন।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা, সামরিক সচিব বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
ফ্রান্স ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সংগীতের মাধ্যমে দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। এরপর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং ফরাসী প্রশাসনের ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এশিয়া-ওশানিয়া অঞ্চলের পরিচালক বেনোয়া গিদি তাদের বক্তব্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তার বক্তব্যে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন।

তিনি তার বক্তব্যে জাতির পিতার আদর্শের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিদের বাংলাদেশীয় ঐতিহ্যবাহী খাবারে নৈশভোজ ও নানা মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।