Dhaka , Tuesday, 19 March 2024

দূরে থেকেও ফেসবুক আইডি থেকে লগআউট করবেন যেভাবে

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:18:02 am, Wednesday, 10 May 2023
  • 71 বার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অফিস, সাইবার ক্যাফে কিংবা অন্য কারও স্মার্টফোনে ফেসবুক লগ ইন করেন অনেকেই। কিন্তু কাজের চাপে কিংবা মনের ভুলে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করেন না অনেকেই। এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তাই যখনই মনে হয় অন্য কোথায় অ্যাকাউন্ট খোলা আছে তখন দূরে চলে আসায় চিন্তা আরও বেড়ে যায় যে, অন্যরা ব্যক্তিগত তথ্য জেনে যায় কিনা। ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি অ্যাকাউন্টও হ্যাক হওয়ার শঙ্কা থাকে। তবে চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়। চলুন জেনে নিই সেই পদ্ধতি―

আপনি যদি অনেকগুলো ডিভাইসে Facebook লগইন করে থাকেন, তাহলে আপনি নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করে সমস্ত সক্রিয় Facebook সেশন বন্ধ করতে পারবেন। এ জন্য প্রথমেই আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন এবং Settings and Privacy ক্লিক করুন। তারপর Settings অপশনে ক্লিক করুন। এরপর Security and Login অপশনটি ক্লিক করুন এবং নিচের দিকে এসে Where You’re Logged in অপশনটি ক্লিক করুন।

এখানে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত জায়গার লগইন তালিকা দেখতে পাবেন, যেখানে যেখানে আপনি লগইন করেছেন। এরপর যেসব ডিভাইস থেকে আপনি আপনার অ্যাকাউন্ট লগ আউট করতে চান সেগুলো সিলেক্ট করে ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নের অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনি আলাদা আলাদাভাবে ডিভাইস শনাক্ত করে ডিলেট করতে পারবেন। অথবা নিচের দিকে এসে See more অপশনে ক্লিক করলে সেখানে log out all sessions নামক অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই সব ধরনের ডিভাইস থেকে একত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তাৎক্ষণিকভাবে লগ আউট হয়ে যাবে। এরপর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

দূরে থেকেও ফেসবুক আইডি থেকে লগআউট করবেন যেভাবে

আপডেট টাইম : 08:18:02 am, Wednesday, 10 May 2023

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অফিস, সাইবার ক্যাফে কিংবা অন্য কারও স্মার্টফোনে ফেসবুক লগ ইন করেন অনেকেই। কিন্তু কাজের চাপে কিংবা মনের ভুলে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করেন না অনেকেই। এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তাই যখনই মনে হয় অন্য কোথায় অ্যাকাউন্ট খোলা আছে তখন দূরে চলে আসায় চিন্তা আরও বেড়ে যায় যে, অন্যরা ব্যক্তিগত তথ্য জেনে যায় কিনা। ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি অ্যাকাউন্টও হ্যাক হওয়ার শঙ্কা থাকে। তবে চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়। চলুন জেনে নিই সেই পদ্ধতি―

আপনি যদি অনেকগুলো ডিভাইসে Facebook লগইন করে থাকেন, তাহলে আপনি নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করে সমস্ত সক্রিয় Facebook সেশন বন্ধ করতে পারবেন। এ জন্য প্রথমেই আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন এবং Settings and Privacy ক্লিক করুন। তারপর Settings অপশনে ক্লিক করুন। এরপর Security and Login অপশনটি ক্লিক করুন এবং নিচের দিকে এসে Where You’re Logged in অপশনটি ক্লিক করুন।

এখানে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত জায়গার লগইন তালিকা দেখতে পাবেন, যেখানে যেখানে আপনি লগইন করেছেন। এরপর যেসব ডিভাইস থেকে আপনি আপনার অ্যাকাউন্ট লগ আউট করতে চান সেগুলো সিলেক্ট করে ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নের অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনি আলাদা আলাদাভাবে ডিভাইস শনাক্ত করে ডিলেট করতে পারবেন। অথবা নিচের দিকে এসে See more অপশনে ক্লিক করলে সেখানে log out all sessions নামক অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই সব ধরনের ডিভাইস থেকে একত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তাৎক্ষণিকভাবে লগ আউট হয়ে যাবে। এরপর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।