প্রবাস ডেস্ক: কাতারে বসবাসরত কুমিল্লার ১৭ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত হলো কুমিল্লা সমিতি কাতার। মোহাম্মদ সালাউদ্দিনকে সভাপতি, আরিফুর রহমান মজুমদারকে সাধারণ সম্পাদক ও কাজী মোহাম্মদ শামীমকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কমিউনিটির ১নং সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু।
কমিটির অন্যারা হলেন সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সোহাগ, সহ-সভাপতি মোহাম্মদ কালাম, সহ-সভাপতি রেজাউল করিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাইজীদ হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক বশির খান, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ। পরবর্তীতে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দোহার স্থানীয় একটি হোটেলে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ শামীমের পরিচালনায় একটি আলোচনা সভা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক আমিনুল হক কাজল, সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, কাতার প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি আশরাফুল ইসলাম, কাতার ভোলা সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ পাটোয়ারী প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আমিন ব্যাপারী, আবু হানিফ রানা, আহসান উল্লাহ সজীব, সাদ্দাম হোসেন, সজল মালাকার, মহিউদ্দিন চৌধুরী।
কাতারে বসবাসরত কুমিল্লার ১৭ উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী ও কাতার বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে সামাজিক সংগঠনগুলো আর্তমানবতার সেবায় কাজ করে, বিশেষ করে জেলাভিত্তিক সংগঠনগুলো প্রবাসীদের বিপদে-আপদে পাশে থাকে। সামাজিক সংগঠন ও সমিতি গঠন করে একই এলাকার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলার লক্ষ্যে যাত্রা এই সংগঠনের।