আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাঁচ দিনের সহিংসতার পর মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো।
এই সংঘাতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে যাদের সবাই ফিলিস্তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হয়েছে।
শনিবার রাত ১০টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। গাজার মিশরীয় কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতি টিকবে কিনা তা স্পষ্ট নয়।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যে গাজা থেকে রকেট ছোড়া হয়। এরপর ইসরায়েল বিমান হামলা চালায়।
গত সোমবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। সোমবারের ওই হামলায় ১২ জন নিহত হন। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পিআইজে বলেছে, ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক উজ আল-দীন নিহত হন। হামলায় নিহত হয়েছেন এসব নেতার স্ত্রী-সন্তানেরাও।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইসলামিক জিহাদ আন্দোলন সহস্রাধিক রকেট ছুড়েছে। জবাবে তারা গাজার ২১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।