প্রবাস ডেস্ক: সিডনিতে বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ মিন্টু রোড মিন্টুস্থ টুকিটাকি গ্রসারি শপ ও হালাল বুচারী ‘টুকিটাকি নাইট’র আয়োজন করেছে। টুকিটাকি পরিবার আয়োজিত এই বাংলা বর্ষ উদযাপনে অতিথি ও ক্রেতা সাধারণের জন্য ছিল দেশীয় গান, বারবিকিউ খাবার ও কোমল পানীয়। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিরাসহ স্থানীয় কমিউনিটির ক্রেতারা উপস্থিত ছিলেন।
টুকিটাকি গ্রসারী সপের একজন নিয়মিত ক্রেতা বলেন, টুকিটাকি গ্রসারি শপ ও হালাল বুচারী মিন্টুতে আমাদের দেশীয় খাবারের স্বাদ ও হালাল মাংসের চাহিদা মেটায়। পাশাপাশি তারা সুলভমূল্যে দেশীয় মসলাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে।
টুকিটাকি গ্রসারি শপ ও হালাল বুচারীর পক্ষে নূরুল ইসলাম শাহীন বলেন, ফ্রেস মাছ ও হালাল মাংসের পাশাপাশি আমরা সুলভমূল্যে বাংলাদেশি গ্রসারিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রতিযোগিতামূলক দামে সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ। তারা কমিউনিটির সবাইকে টুকিটাকি গ্রসারি শপ ও হালাল বুচারী শপ থেকে তাদের প্রতিদিনকার খাদ্য সামগ্রী কেনার আহ্বান জানান।