আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল দুজনের।
জি-৭ দেশগুলির বৈঠকে যোগ দিতে জাপানের হিরোশিমায় গিয়েছেন নরেন্দ্র মোদি। ওই বৈঠকে যোগ দিতে গিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও। সেখানেই দু’জনের মধ্যে সাক্ষাৎ হয়।
নরেন্দ্র মোদি তার টুইটার অ্যাকাউন্টে জেলেনস্কির সঙ্গে তার দুটি ছবি পোস্ট করেছেন। তাতে দুই নেতাকে করমর্দন ও আলাপচারিতা করতে দেখা গেছে।
ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব উঠলে তাতে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত। ওই সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল শান্তিপূর্ণ আলোচনাই সংঘর্ষের একমাত্র সমাধান।
রাশিয়া ও ভারতের মধ্যে কয়েক দশকের পুরনো সম্পর্ক রয়েছে। মস্কো ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করা হলে তাতে ভেটো দিয়েছিল রাশিয়া।