Dhaka , Sunday, 4 June 2023

ভবিষ্যতে এমন হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষামন্ত্রীর

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:29:15 am, Thursday, 25 May 2023
  • 14 বার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু বেলগ্রদে আন্তঃসীমান্ত আক্রমণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ভবিষ্যৎ যেকোনো প্রচেষ্টার জন্য রাশিয়া ‘তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর’ জবাব দেবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ৭০ জনের বেশি নাশকতাকারী নিহত হয়েছে। পাশাপাশি স্বয়ংচালিত এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

মস্কোর দাবি, গত সোমবার রাশিয়ার বেলগ্রদ অঞ্চলের ভেতরে ঢুকে হামলা চালায় ইউক্রেন থেকে আসা সশস্ত্র অনুপ্রবেশকারীরা। হামলাকারীদের পরাজিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এই হামলা শুরুর পর এটিই ছিল ইউক্রেনের দিক থেকে সবচেয়ে বড় আন্তসীমান্ত অনুপ্রবেশের ঘটনা।

হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি হামভিসহ পরিত্যক্ত বা ক্ষতিগ্রস্ত পশ্চিমা সামরিক যানের ছবি পরে প্রকাশ করে রাশিয়া। হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন খবরাখবর নজরে আসার কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তবে খবরগুলোর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র সন্দিহান বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা রাশিয়ার ভেতর হামলাকে উৎসাহিত বা সমর্থন করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

ভবিষ্যতে এমন হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট টাইম : 08:29:15 am, Thursday, 25 May 2023

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু বেলগ্রদে আন্তঃসীমান্ত আক্রমণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ভবিষ্যৎ যেকোনো প্রচেষ্টার জন্য রাশিয়া ‘তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর’ জবাব দেবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ৭০ জনের বেশি নাশকতাকারী নিহত হয়েছে। পাশাপাশি স্বয়ংচালিত এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

মস্কোর দাবি, গত সোমবার রাশিয়ার বেলগ্রদ অঞ্চলের ভেতরে ঢুকে হামলা চালায় ইউক্রেন থেকে আসা সশস্ত্র অনুপ্রবেশকারীরা। হামলাকারীদের পরাজিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এই হামলা শুরুর পর এটিই ছিল ইউক্রেনের দিক থেকে সবচেয়ে বড় আন্তসীমান্ত অনুপ্রবেশের ঘটনা।

হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি হামভিসহ পরিত্যক্ত বা ক্ষতিগ্রস্ত পশ্চিমা সামরিক যানের ছবি পরে প্রকাশ করে রাশিয়া। হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন খবরাখবর নজরে আসার কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তবে খবরগুলোর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র সন্দিহান বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, তারা রাশিয়ার ভেতর হামলাকে উৎসাহিত বা সমর্থন করেনি।