Dhaka , Thursday, 28 March 2024

মালয়েশিয়ায় প্রবাসী নারী উদ্যোক্তা জাহিদার নিরলস সংগ্রাম

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:27:42 am, Friday, 26 May 2023
  • 44 বার

মালয়েশিয়া ডেস্ক: সফলতা ও অর্থনৈতিক মুক্তির তাগিদে নিত্যদিন ঘরে-বাইরে দেশ-প্রবাসে পুরুষ যেমন নিরলস সংগ্রাম করছে, ঠিক তেমনি স্বাবলম্বী হওয়ার দৌড়ে পিছিয়ে নেই নারীরাও। মালয়েশিয়ায় বাংলাদেশি নারী উদ্যোক্তা জাহিদাও সেই সংগ্রামীদের একজন।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা জাহিদা আক্তার রিতা। বাবার ব্যবসার সুবাদে বেড়ে উঠা ঢাকা শ্যামলীতে। ২০১৭ সালের চার্টার্ড অ্যাকাউন্টে পড়াশোনার উদ্দেশ্যে নিজ মাতৃভূমি ছেড়ে পাড়ি জমান মালয়েশিয়ার ম্যাথটিস কলেজে।

জাহিদা একটু সৌখিনও বটে, নিজের সৌন্দর্য পরিপাটি রাখতে মাঝে মধ্যেই যেতেন মালয়েশিয়ান বিউটি পার্লারে। চুল কাটা, ভ্রপ্লাক, নখের কাজ, ফেসিয়ালসহ অনেক কাজই করতে হতো তাকে এবং গুনতে হতো বড় অংকের টাকা। হঠাৎ করেই সে চিন্তা। এমন একটা প্রতিষ্ঠান যদি করা যেত তাহলেতো আর কোনো অর্থ দিতে হবে না। বরং এর পাশাপাশি আয়ের একটা উৎস বের হবে।

মালয়েশিয়ায় রয়েছে বিউটি পার্লারের ব্যাপক চাহিদা। সে থেকেই তার মাথায় চেপে বসে পার্লারের মালিক হওয়ার স্বপ্ন। যেই কাজ সেই উদ্যোগ। শুরু হলো তার জীবন সংগ্রামের যুদ্ধ। নিজের বুদ্ধি, সাহস, মনোবল, সততা ও অদম্য ইচ্ছার সঙ্গে কঠোর পরিশ্রম ধীরে ধীরে তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। সাফল্যের ধারা অব্যাহত রেখে দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশি এ নারী উদ্যোক্তা। হয়ে ওঠেন প্রবাসী নারীদের সাফল্যের মডেল। তাকে দেখে রীতিমতো অনুপ্রাণিত হন অন্যান্য নারী উদ্যোক্তারাও।

সময়ের পালাক্রমে সাফল্যের ছোঁয়া পাওয়া জাহিদা আক্তার রিতা জানান, ছোট বেলা থেকেই তার একটা চাওয়া ছিলো নিজে উদোক্তা হওয়া। সমাজে যারা অবহেলিত আছে তাদের জন্য কিছু একটা করা। জাহিদা যখন ঢাকাতে পড়াশোনা করতেন নিজে নিজে বিভিন্ন ড্রেসের ডিজাইন করতেন সে সময় বন্ধুরা বলতো তাদের জন্যও ডিজাইন করে দিতে। তখন থেকেই মূলত তার উদোক্তা হওয়ার ইচ্ছা শুরু হয়।

উচ্চ শিক্ষার জন্য যখন মালয়েশিয়ায় আসার পর ভাবলেন, পড়াশোনার পাশাপাশি কিছু করা যায় কিনা। এটা নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর শুরু হয় গবেষণা। কোন ব্যবসা জাহিদার জন্য ভালো হবে কোন কাজ পেরে উঠবে, সব কিছুর পর চিন্তা করলাম আমার যেহেতু সাজুগুজু করার শখ আছে তারপর এটার ওপর আমার অভিজ্ঞতাও আছে এজন্য একটা সেলুন শপ করার চিন্তা করলাম। সেই থেকেই আমার ছোট ছোট করে পথ চলা শুরু।

আমি দেখেছি ‘যখন মালয়েশিয়ায় আসছিলাম, অনেকেই অনেক মন্তব্য করেছে। শুরুটা আমার একদমই ভালো ছিল না যেমন ভাষাগত সমস্যা আবার এই দেশের নিয়মনীতি আমাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা। তারপর আমি একটা মেয়ে আমার আরও বেশি বাধা বিপত্তি নিয়ে আগাতে হয়েছে। আমার কাছে সব সময় মনে হয়েছে আর দশজন মানুষ যদি পারে আমি কেন পারবো না। এজন্য আমার কাছে কখনও মনে হয়নি আমি হেরে যাব। সমস্যা আছে সমাধান ও আছে এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটাই আমি করতাম।

ক্রেতাদের সঙ্গে মেশা ও তাদের বিশ্বাস অর্জন করা তাদের মনের মতো সার্ভিস দিয়ে মূলত আমার এই জায়গায় আসা। আমার মালয়েশিয়ায় দুইটা সেলুন শপ রয়েছে যেখানে বর্তমানে কাজ করেন, ইন্দ্রোনিশিয়া, ইয়ামেন, ফিলিপিইন, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্ডিয়ান, মালয়েশিয়ান কর্মীরা। আমার এই সেলুনগুলোতে মেয়ে ও ছেলেদের সবধরনের পার্লারের কাজ করা হয় যেমন হেয়ার কার্ট, কালার, পরম স্ট্রেইটেনিং, চিকিৎসা, হেয়ার এক্সটেনশন, মেকাপসহ প্রায় চল্লিশ ধরনের কাজ করা হয়।

আমার এই দুইটা শপ ছাড়াও পেনাংয়ে একটা ছোট করে শুরু করেছি এবং ভবিষ্যতে বাংলাদেশে ঢাকাতেও একটা সেলুন শপ করার চিন্তা ভাবনা আছে কারণ আমি যে কাজগুলো করি এই কাজের জন্য অনেকেই ইন্ডিয়া, থাইলেন্ড, দুবাই, মালয়েশিয়ায় যায়। কিছু মানুষের বাইরে গিয়ে এই কাজগুলো করার সামর্থ্য আছে কিন্তু সবার আর নাই। এজন্য আমি যদি একটা সেলুন শপ ঢাকাতে দেয় তাহলে অন্য সবাই এই সেবাটা নিতে পারবে। আমি সেলুনের পাশাপাশি আবার এটার ওপর প্রশিক্ষণও দিয়ে থাকি। আমার বেশ কয়েক দেশের ছাত্রীরা আছে যাদের সেলুনের ওপর আমি প্রশিক্ষণ দিয়ে থাকি।

মালয়েশিয়ায় অনেকে বাংলাদেশি মেয়েরা আছে যারা প্রায় সময় সেলুনে যায় বিভিন্ন সাজগুজ করার জন্য। ভিনদেশি ভাষা হওয়ায় অনেকেই বুঝিয়ে বলতে না পারায় তাদের মনের মতো সেবা নিতে পারেন না। সেক্ষত্রে যদি বাংলাদেশি কোনো ক্রেতা আমার সেলুনে আসে তাহলে তাকে এই সমস্যায় পড়তে হবে না।

সাফল্যের প্রশ্নে তিনি বলেন, সফলতা সব কিছুতেই পেয়েছি। যা চেয়েছি তার চেয়ে বেশিই পেয়েছি। ছোটবেলা ইচ্ছে ছিল সাইকেল চালানোর আর এখন ল্যান্ড ক্লোজার চালাচ্ছি। বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছি। সব কিছু সম্ভব হয়েছে আমার মা-বাবার সহযোগিতার কারণে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় প্রবাসী নারী উদ্যোক্তা জাহিদার নিরলস সংগ্রাম

আপডেট টাইম : 08:27:42 am, Friday, 26 May 2023

মালয়েশিয়া ডেস্ক: সফলতা ও অর্থনৈতিক মুক্তির তাগিদে নিত্যদিন ঘরে-বাইরে দেশ-প্রবাসে পুরুষ যেমন নিরলস সংগ্রাম করছে, ঠিক তেমনি স্বাবলম্বী হওয়ার দৌড়ে পিছিয়ে নেই নারীরাও। মালয়েশিয়ায় বাংলাদেশি নারী উদ্যোক্তা জাহিদাও সেই সংগ্রামীদের একজন।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা জাহিদা আক্তার রিতা। বাবার ব্যবসার সুবাদে বেড়ে উঠা ঢাকা শ্যামলীতে। ২০১৭ সালের চার্টার্ড অ্যাকাউন্টে পড়াশোনার উদ্দেশ্যে নিজ মাতৃভূমি ছেড়ে পাড়ি জমান মালয়েশিয়ার ম্যাথটিস কলেজে।

জাহিদা একটু সৌখিনও বটে, নিজের সৌন্দর্য পরিপাটি রাখতে মাঝে মধ্যেই যেতেন মালয়েশিয়ান বিউটি পার্লারে। চুল কাটা, ভ্রপ্লাক, নখের কাজ, ফেসিয়ালসহ অনেক কাজই করতে হতো তাকে এবং গুনতে হতো বড় অংকের টাকা। হঠাৎ করেই সে চিন্তা। এমন একটা প্রতিষ্ঠান যদি করা যেত তাহলেতো আর কোনো অর্থ দিতে হবে না। বরং এর পাশাপাশি আয়ের একটা উৎস বের হবে।

মালয়েশিয়ায় রয়েছে বিউটি পার্লারের ব্যাপক চাহিদা। সে থেকেই তার মাথায় চেপে বসে পার্লারের মালিক হওয়ার স্বপ্ন। যেই কাজ সেই উদ্যোগ। শুরু হলো তার জীবন সংগ্রামের যুদ্ধ। নিজের বুদ্ধি, সাহস, মনোবল, সততা ও অদম্য ইচ্ছার সঙ্গে কঠোর পরিশ্রম ধীরে ধীরে তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। সাফল্যের ধারা অব্যাহত রেখে দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশি এ নারী উদ্যোক্তা। হয়ে ওঠেন প্রবাসী নারীদের সাফল্যের মডেল। তাকে দেখে রীতিমতো অনুপ্রাণিত হন অন্যান্য নারী উদ্যোক্তারাও।

সময়ের পালাক্রমে সাফল্যের ছোঁয়া পাওয়া জাহিদা আক্তার রিতা জানান, ছোট বেলা থেকেই তার একটা চাওয়া ছিলো নিজে উদোক্তা হওয়া। সমাজে যারা অবহেলিত আছে তাদের জন্য কিছু একটা করা। জাহিদা যখন ঢাকাতে পড়াশোনা করতেন নিজে নিজে বিভিন্ন ড্রেসের ডিজাইন করতেন সে সময় বন্ধুরা বলতো তাদের জন্যও ডিজাইন করে দিতে। তখন থেকেই মূলত তার উদোক্তা হওয়ার ইচ্ছা শুরু হয়।

উচ্চ শিক্ষার জন্য যখন মালয়েশিয়ায় আসার পর ভাবলেন, পড়াশোনার পাশাপাশি কিছু করা যায় কিনা। এটা নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর শুরু হয় গবেষণা। কোন ব্যবসা জাহিদার জন্য ভালো হবে কোন কাজ পেরে উঠবে, সব কিছুর পর চিন্তা করলাম আমার যেহেতু সাজুগুজু করার শখ আছে তারপর এটার ওপর আমার অভিজ্ঞতাও আছে এজন্য একটা সেলুন শপ করার চিন্তা করলাম। সেই থেকেই আমার ছোট ছোট করে পথ চলা শুরু।

আমি দেখেছি ‘যখন মালয়েশিয়ায় আসছিলাম, অনেকেই অনেক মন্তব্য করেছে। শুরুটা আমার একদমই ভালো ছিল না যেমন ভাষাগত সমস্যা আবার এই দেশের নিয়মনীতি আমাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা। তারপর আমি একটা মেয়ে আমার আরও বেশি বাধা বিপত্তি নিয়ে আগাতে হয়েছে। আমার কাছে সব সময় মনে হয়েছে আর দশজন মানুষ যদি পারে আমি কেন পারবো না। এজন্য আমার কাছে কখনও মনে হয়নি আমি হেরে যাব। সমস্যা আছে সমাধান ও আছে এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটাই আমি করতাম।

ক্রেতাদের সঙ্গে মেশা ও তাদের বিশ্বাস অর্জন করা তাদের মনের মতো সার্ভিস দিয়ে মূলত আমার এই জায়গায় আসা। আমার মালয়েশিয়ায় দুইটা সেলুন শপ রয়েছে যেখানে বর্তমানে কাজ করেন, ইন্দ্রোনিশিয়া, ইয়ামেন, ফিলিপিইন, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্ডিয়ান, মালয়েশিয়ান কর্মীরা। আমার এই সেলুনগুলোতে মেয়ে ও ছেলেদের সবধরনের পার্লারের কাজ করা হয় যেমন হেয়ার কার্ট, কালার, পরম স্ট্রেইটেনিং, চিকিৎসা, হেয়ার এক্সটেনশন, মেকাপসহ প্রায় চল্লিশ ধরনের কাজ করা হয়।

আমার এই দুইটা শপ ছাড়াও পেনাংয়ে একটা ছোট করে শুরু করেছি এবং ভবিষ্যতে বাংলাদেশে ঢাকাতেও একটা সেলুন শপ করার চিন্তা ভাবনা আছে কারণ আমি যে কাজগুলো করি এই কাজের জন্য অনেকেই ইন্ডিয়া, থাইলেন্ড, দুবাই, মালয়েশিয়ায় যায়। কিছু মানুষের বাইরে গিয়ে এই কাজগুলো করার সামর্থ্য আছে কিন্তু সবার আর নাই। এজন্য আমি যদি একটা সেলুন শপ ঢাকাতে দেয় তাহলে অন্য সবাই এই সেবাটা নিতে পারবে। আমি সেলুনের পাশাপাশি আবার এটার ওপর প্রশিক্ষণও দিয়ে থাকি। আমার বেশ কয়েক দেশের ছাত্রীরা আছে যাদের সেলুনের ওপর আমি প্রশিক্ষণ দিয়ে থাকি।

মালয়েশিয়ায় অনেকে বাংলাদেশি মেয়েরা আছে যারা প্রায় সময় সেলুনে যায় বিভিন্ন সাজগুজ করার জন্য। ভিনদেশি ভাষা হওয়ায় অনেকেই বুঝিয়ে বলতে না পারায় তাদের মনের মতো সেবা নিতে পারেন না। সেক্ষত্রে যদি বাংলাদেশি কোনো ক্রেতা আমার সেলুনে আসে তাহলে তাকে এই সমস্যায় পড়তে হবে না।

সাফল্যের প্রশ্নে তিনি বলেন, সফলতা সব কিছুতেই পেয়েছি। যা চেয়েছি তার চেয়ে বেশিই পেয়েছি। ছোটবেলা ইচ্ছে ছিল সাইকেল চালানোর আর এখন ল্যান্ড ক্লোজার চালাচ্ছি। বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছি। সব কিছু সম্ভব হয়েছে আমার মা-বাবার সহযোগিতার কারণে।