Dhaka , Friday, 22 September 2023
শিরোনাম :
চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী রাস্তা প্রশস্ত করতে ইরাকে ভাঙা হল তিনশ’ বছরের পুরনো মিনার, চারিদিকে নিন্দা অবৈধ অভিবাসীদের ঠেকাতে তিউনিসিয়া-ইইউ সমঝোতা শস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইউক্রেন ছাড়ল শেষ শস্যবাহী জাহাজ ফ্রাঙ্কফুর্টে সান বাঁধানো লেকের ধারে জমে উঠেছিল প্রবাসীদের ঈদ উৎসব দশ মাস পর আবারও রাস্তায় ইরানের বিতর্কিত ‘নীতি পুলিশ’ বার্সেলোনায় ঐতিহ্যবাহী ‘বাংলার মেলা’ মার্কিন গুচ্ছ বোমা ব্যবহার করলেই ইউক্রেনের ‘সর্বনাশ’, পুতিনের হুঁশিয়ারি ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান কর্মসূচি পালিত

মিশরে আন্তর্জাতিক ঢোল উৎসবে বাংলাদেশ

  • Robiul Islam
  • আপডেট টাইম : 08:22:56 am, Tuesday, 30 May 2023
  • 24 বার

প্রবাস ডেস্ক: ‘শান্তির জন্য ঢোল সংলাপ’ স্লোগান নিয়ে মিশরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসব। দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় আয়োজিত এ উৎসবের ১০ম আসরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি সাংস্কৃতিক দল অংশ নিয়েছে।

জাঁকজমপূর্ণ এ উৎসবে অংশ নেওয়া অন্যান্য দেশগুলো হলো গ্রিস, মেক্সিকো, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, দক্ষিণ সুদান, আলজেরিয়া, ইয়েমেন, ফিলিস্তিনের ও স্বাগতিক মিশর।

দেশটির রাজধানীর ইসলামিক কায়রোর ঐতিহাসিক মুইয-ঈল স্ট্রিটের উত্তর কায়রো ওয়াল থিয়েটারে উৎসবে দেশটির সংস্কৃতি মন্ত্রী ড. নেভিন আল-কিলানি ও পরিকল্পনা মন্ত্রী ড. হালা আল-সাইদ, বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের উপস্থিতে অনুষ্ঠানটির উদ্বোধন করেন আন্তর্জাতিক ঢোল উৎসবের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্তেসার আবদেল ফাত্তাহ।

কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ৮ সদস্যের প্রবাসী বাংলাদেশি শিল্পীদের একটি সাংস্কৃতিক দল এতে অংশগ্রহণ করছে। বাংলাদেশ দলটি শুধু উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিলেও অন্যান্য দেশের সংস্কৃতিক দলগুলো সপ্তাহব্যাপী প্রতি দিন অংশ নেবে রাজধানী কায়রোর নিম্ন লিখিত ৫টি থিয়েটারে।

ইসলামিক কায়রোর নর্থ ওয়াল থিয়েটার, অপেরা হ্যানাগার স্কোয়ার, আল-হাউদ আল-মারসু সাংস্কৃতিক কেন্দ্র, হেলিও পোলিসের মিশরীয় সভ্যতা ও শিশু জাদুঘর এবং সাঈদা জয়নব এলাকার দি সিনারি হাউস। বাংলাদেশ সংস্কৃতি দলের শিল্পীরা হলেন শিশির কুমার সরকার, ফারুক হোসেন, মো. ফেরদৌস, সোহেল, দেলোয়ার, প্রীতি সরকার, সানজিদা মুনা ও ইশা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-মিশরের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং কায়রো-ঢাকা বিনিময় ও সহযোগিতা গভীরতর হচ্ছে। আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবটি দুই দেশের সংস্কৃতির অঙ্গনের দ্বার আরও উন্মুক্ত করবে।

মিশরের সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি ও শিল্প বিশেষজ্ঞ এবং খ্যাতিমান শিল্পী ইন্তেসার আবদেল ফাত্তাহ ২০১২ সালে আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবের সূচনা করেছিলেন। তিনি মিশরীয় আর্টস ট্রুপের মতো বিভিন্ন শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

শুরু হওয়া আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবটি ২ই জুন রোজ শুক্রবার পর্যন্ত চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

জনপ্রিয় সংবাদ

চোখ লাফানোও হতে পারে মারাত্মক অসুখ

মিশরে আন্তর্জাতিক ঢোল উৎসবে বাংলাদেশ

আপডেট টাইম : 08:22:56 am, Tuesday, 30 May 2023

প্রবাস ডেস্ক: ‘শান্তির জন্য ঢোল সংলাপ’ স্লোগান নিয়ে মিশরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসব। দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় আয়োজিত এ উৎসবের ১০ম আসরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি সাংস্কৃতিক দল অংশ নিয়েছে।

জাঁকজমপূর্ণ এ উৎসবে অংশ নেওয়া অন্যান্য দেশগুলো হলো গ্রিস, মেক্সিকো, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, দক্ষিণ সুদান, আলজেরিয়া, ইয়েমেন, ফিলিস্তিনের ও স্বাগতিক মিশর।

দেশটির রাজধানীর ইসলামিক কায়রোর ঐতিহাসিক মুইয-ঈল স্ট্রিটের উত্তর কায়রো ওয়াল থিয়েটারে উৎসবে দেশটির সংস্কৃতি মন্ত্রী ড. নেভিন আল-কিলানি ও পরিকল্পনা মন্ত্রী ড. হালা আল-সাইদ, বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের উপস্থিতে অনুষ্ঠানটির উদ্বোধন করেন আন্তর্জাতিক ঢোল উৎসবের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্তেসার আবদেল ফাত্তাহ।

কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ৮ সদস্যের প্রবাসী বাংলাদেশি শিল্পীদের একটি সাংস্কৃতিক দল এতে অংশগ্রহণ করছে। বাংলাদেশ দলটি শুধু উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিলেও অন্যান্য দেশের সংস্কৃতিক দলগুলো সপ্তাহব্যাপী প্রতি দিন অংশ নেবে রাজধানী কায়রোর নিম্ন লিখিত ৫টি থিয়েটারে।

ইসলামিক কায়রোর নর্থ ওয়াল থিয়েটার, অপেরা হ্যানাগার স্কোয়ার, আল-হাউদ আল-মারসু সাংস্কৃতিক কেন্দ্র, হেলিও পোলিসের মিশরীয় সভ্যতা ও শিশু জাদুঘর এবং সাঈদা জয়নব এলাকার দি সিনারি হাউস। বাংলাদেশ সংস্কৃতি দলের শিল্পীরা হলেন শিশির কুমার সরকার, ফারুক হোসেন, মো. ফেরদৌস, সোহেল, দেলোয়ার, প্রীতি সরকার, সানজিদা মুনা ও ইশা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-মিশরের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং কায়রো-ঢাকা বিনিময় ও সহযোগিতা গভীরতর হচ্ছে। আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবটি দুই দেশের সংস্কৃতির অঙ্গনের দ্বার আরও উন্মুক্ত করবে।

মিশরের সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি ও শিল্প বিশেষজ্ঞ এবং খ্যাতিমান শিল্পী ইন্তেসার আবদেল ফাত্তাহ ২০১২ সালে আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবের সূচনা করেছিলেন। তিনি মিশরীয় আর্টস ট্রুপের মতো বিভিন্ন শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

শুরু হওয়া আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবটি ২ই জুন রোজ শুক্রবার পর্যন্ত চলবে।