প্রবাস ডেস্ক: কাতারে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৫১তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে ডিফেন্স উইং বাংলাদেশ দূতাবাস।
দোহার ওয়েস্টিন হোটেলে অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় অর্জন তুলে ধরেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে কাতারের নাগরিক, বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, রাষ্ট্রদূত, সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সমস্যা-কবলিত অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।