আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সীমান্তবর্তী এলাকা বেলগোরোদ থেকে দুই রুশ সেনাকে বন্দি করার দাবি করেছে পুতিন-বিরোধী বিদ্রোহীরা।
বেলগোরোদের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তিনি ওই বিদ্রোহীদের সাথে দেখা করবেন যদি ওই রুশ সেনারা জীবিত থাকেন।
ওই এলাকায় সাম্প্রতিক সময়ে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। তবে কিয়েভ সরাসরি এইসব হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারাও ওই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, শত্রুরা ছিন্নবিছিন্ন হয়ে গেছে।