আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। লাখ লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছে। ১৯৮৯ সালে কমিউনিস্ট সরকারের পতনের পর এটাই বড় আন্দোলন।
পোল্যান্ডের অধিকাংশ বিরোধী দল ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ল এন্ড জাস্টিজ পার্টির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।
ওয়ারশ মেয়রের অফিস জানিয়েছে, এই আন্দোলনে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নিয়েছে।
মূল্যস্ফীতি, জীবনযাপন ব্যয় বৃদ্ধি ও নারী অধিকারের মতো নানা বিষয়ে তারা এই সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। এছাড়া নতুন একটু আইন পোল্যান্ডের গণতন্ত্রকে হুমকিতে ফেলতে পারে বলেও শঙ্কা করছে আন্দোলনকারীরা।