Dhaka , Friday, 24 May 2024

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির জরুরি বৈঠক আহ্বান

  • Robiul Islam
  • আপডেট টাইম : 09:43:46 am, Sunday, 2 July 2023
  • 34 বার

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সংস্থাটির সদর দপ্তর জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মতো ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

ওআইসি এর আগে গত বুধবার সুইডেনে ঈদুল আজহার নামাজের পর স্টকহোম সেন্ট্রাল মসজিদের পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিল।

সুইডেনে বসবাসরত সালওয়ান মোমেনা নামের এক ব্যক্তি বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিনে এ ঘটনা ঘটান। সালওয়ান এই কাজ করার জন্য সুইডেনের আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সালওয়ান রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই কাজ করে। প্রথমে সালওয়ান পবিত্র কোরআনের পাতা ছেঁড়ে, তারপর তা পোড়ায়।

ওআইসির মহাসচিব সুইডেনে পবিত্র কোরআন পোড়নোর ঘটনার পুনরাবৃত্তি এবং ইসলামী মূল্যবোধ, প্রতীক ও পবিত্রতা লঙ্ঘনের প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন।

মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডাব্লিউএল) সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতার নামে পুলিশ পাহারায় পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মতো অযৌক্তিক ও জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির জরুরি বৈঠক আহ্বান

আপডেট টাইম : 09:43:46 am, Sunday, 2 July 2023

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সংস্থাটির সদর দপ্তর জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মতো ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

ওআইসি এর আগে গত বুধবার সুইডেনে ঈদুল আজহার নামাজের পর স্টকহোম সেন্ট্রাল মসজিদের পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিল।

সুইডেনে বসবাসরত সালওয়ান মোমেনা নামের এক ব্যক্তি বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিনে এ ঘটনা ঘটান। সালওয়ান এই কাজ করার জন্য সুইডেনের আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সালওয়ান রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই কাজ করে। প্রথমে সালওয়ান পবিত্র কোরআনের পাতা ছেঁড়ে, তারপর তা পোড়ায়।

ওআইসির মহাসচিব সুইডেনে পবিত্র কোরআন পোড়নোর ঘটনার পুনরাবৃত্তি এবং ইসলামী মূল্যবোধ, প্রতীক ও পবিত্রতা লঙ্ঘনের প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন।

মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডাব্লিউএল) সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতার নামে পুলিশ পাহারায় পবিত্র কোরআন শরীফ পোড়ানোর মতো অযৌক্তিক ও জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।