Dhaka , Monday, 13 May 2024

ক্যান্সারে আক্রান্ত গ্রিস প্রবাসী আব্দুল হালিমের বাঁচার আকুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:51:07 am, Monday, 8 April 2024
  • 24 বার

গ্রিস প্রতিনিধি : উন্নত জীবনযাপন ও পরিবারের স্বচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমানো গ্রিস প্রবাসী আব্দুল হালিম ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী এই ব্যক্তি দীর্ঘ ১১ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। গেল ডিসেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তার খাদ্যনালিতে বাসা বেঁধেছে নীরব ঘাতক ক্যান্সার। বর্তমানে তিনি শয্যাশায়ী।

গ্রিস প্রবাসী আব্দুল হালিম কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মুন্সির কলামিয়া গ্রামের আব্দুল কালামের ছেলে।

গ্রিস প্রবাসী আব্দুল হালিম বলেন, নিজের কাছে টাকা পয়সা যা ছিল তা দিয়ে এতদিন চিকিৎসা করেছি। এখন আর পারছি না। একদিকে চিকিৎসা, অন্যদিকে পরিবারের ভরণপোষণ। অনেক কষ্টে দিন পার করছি।

তিনি বলেন, গ্রিসের কুমিল্লার সংগঠন ও প্রবাসীসহ বন্ধুরা যদি আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমি সুস্থ হতে পারব। একটি পরিবার উঠে দাঁড়াতে পারবে।

আব্দুল হালিমকে সহায়তা পাঠানোর মাধ্যম– (বিকাশ : ০১৮৩৬২৭৭৪৫৮)
প্রয়োজনে যোগাযোগ– (আব্দুল হালিমের ব্যক্তিগত নম্বর ০১৬০৬২৩৯৬৩১), (ইমো নম্বর- ০০৩০৬৯৪৩১৯৭৩৭০)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Robiul Islam

ক্যান্সারে আক্রান্ত গ্রিস প্রবাসী আব্দুল হালিমের বাঁচার আকুতি

আপডেট টাইম : 02:51:07 am, Monday, 8 April 2024

গ্রিস প্রতিনিধি : উন্নত জীবনযাপন ও পরিবারের স্বচ্ছলতার আশায় বিদেশে পাড়ি জমানো গ্রিস প্রবাসী আব্দুল হালিম ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী এই ব্যক্তি দীর্ঘ ১১ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। গেল ডিসেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তার খাদ্যনালিতে বাসা বেঁধেছে নীরব ঘাতক ক্যান্সার। বর্তমানে তিনি শয্যাশায়ী।

গ্রিস প্রবাসী আব্দুল হালিম কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মুন্সির কলামিয়া গ্রামের আব্দুল কালামের ছেলে।

গ্রিস প্রবাসী আব্দুল হালিম বলেন, নিজের কাছে টাকা পয়সা যা ছিল তা দিয়ে এতদিন চিকিৎসা করেছি। এখন আর পারছি না। একদিকে চিকিৎসা, অন্যদিকে পরিবারের ভরণপোষণ। অনেক কষ্টে দিন পার করছি।

তিনি বলেন, গ্রিসের কুমিল্লার সংগঠন ও প্রবাসীসহ বন্ধুরা যদি আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমি সুস্থ হতে পারব। একটি পরিবার উঠে দাঁড়াতে পারবে।

আব্দুল হালিমকে সহায়তা পাঠানোর মাধ্যম– (বিকাশ : ০১৮৩৬২৭৭৪৫৮)
প্রয়োজনে যোগাযোগ– (আব্দুল হালিমের ব্যক্তিগত নম্বর ০১৬০৬২৩৯৬৩১), (ইমো নম্বর- ০০৩০৬৯৪৩১৯৭৩৭০)